ঢাকা, মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

মধ্যপ্রাচ্য শান্তিচুক্তির প্রধান আলোচক সায়েব এরাকাত আর নেই

ফিলিস্তিনি মুক্তি সংস্থার (পিএলও) মহাসচিব ও মধ্যপ্রাচ্য শান্তিচুক্তির প্রধান আলোচক সায়েব এরাকাত আর নেই। প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) ৬৫ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদের মৃত্যু হয়। দেশটির প্রেসিডেন্টের কার্যালয় এমন তথ্য নিশ্চিত করেছে। বার্তা সংস্থা এএফপি ও আল-জাজিরার খবরে এমন তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়, জেরুজালেমের হাদাসসাহ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত ১৮ অক্টোবর তিনি সেখানে ভর্তি হয়েছিলেন।


মৃত্যুর সময় তিনি স্ত্রী, দুই সন্তান, যমজ কন্যা ও আট নাতি-নাতনি রেখে গেছেন। ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে প্রায় প্রতিটি শান্তি আলোচনায় তিনি জড়িত ছিলেন। বিশ্লেষকদের মতে, ১৯৯১ সালে ফিলিস্তিনিরা ঐতিহাসিক মাদ্রিদ সম্মেলনে অংশ নেয়। সেখানে ফিলিস্তিনি জাতীয়তাবাদের প্রতীক সাদা-কালো কাফিয়ায় তার শরীর আবৃত ছিল।


পরবর্তী পাঁচ দশকে পশ্চিমা গণমাধ্যমে তার জোরালো উপস্থিতি দেখা গেছে। এ সময় তিনি কয়েক দশকের সংঘাত নিরসনে দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে কথা বলে গেছেন। তার মৃত্যুকে বড় ক্ষতি বলে উল্লেখ করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

ads

Our Facebook Page